ছাগলের ফসল খাওয়া নিয়ে তর্ক, শাবলের আঘাতে একজনের মৃত্যু
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত রবিউল রানীনগর গ্রামের নউসাদ আলীর ছেলে।
প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছাগলে খেতের ফসল খাওয়া নিয়ে দ্বন্দ্বে রবিউল (৫৫) নামে এক ব্যক্তিকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত রবিউল রানীনগর গ্রামের নউসাদ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক ও ইউপি সদস্য জেম আলী বলেন, বিকেলে ছাগলে খেতের ফসল খাওয়া নিয়ে প্রতিপক্ষের সঙ্গে রবিউলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে একটি লোহার শাবল দিয়ে রবিউলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ গতকাল জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। এ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews