চালু হচ্ছে না সরকারি হাসপাতালে চেম্বার করে রোগী দেখা
গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এই তথ্য জানিয়েছেন।
প্রথম নিউজ, অনলাইন: সরকারি হাসপাতালে নির্ধারিত ডিউটি শেষে আলাদা চেম্বার করে রোগী দেখার বিষয়ে এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার। চিকিৎসকদের পহেলা মার্চ থেকে রোগী দেখার এই রকম কথা বলে আসছিল মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক দেশের বাইরে থাকায় এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এই তথ্য জানিয়েছেন। এদিকে গত সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতালে নির্ধারিত ডিউটি শেষে আলাদা চেম্বার করে রোগী দেখা ও চিকিৎসকদের ফি নির্ধারণ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন পত্রপত্রিকায় ‘মার্চ থেকে চেম্বার, সর্বোচ্চ ফি ৩০০ টাকা’, ‘৩০০ টাকায় পরামর্শ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসক’ এমন নানা শিরোনামে যে সংবাদ পরিবেশিত হচ্ছে তাতে জনমনে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
প্রকৃতপক্ষে সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসকদের নিজ নিজ হাসপাতালেই অফিস সময়ের বাইরে আলাদা চেম্বার করার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. সাইদুর রহমানের সভাপতিত্বে একটি কমিটি কাজ করছে এবং কমিটির কাজ এখন চলমান। এখন পর্যন্ত কোনো চিকিৎসকের ফি ৩০০ টাকা বা ১৫০ টাকা হবে কিনা সেটি ঠিক করা হয়নি। কতোটি হাসপাতাল বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চালু করা হবে সে বিষয়েরও কোনো সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ বিষয়ে কমিটি বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবগত করা হবে। সরকারি হাসপাতালে আলাদা চেম্বার করা বা ফি নির্ধারণ করা কিংবা কোন কোন হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে-এসব তথ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: