চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ আসামি গ্রেপ্তার

চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ আসামি গ্রেপ্তার

প্রথম নিউজ, কক্সবাজার : কক্সবাজার চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ মামলা প্রধান আসামি আবুল কালাম (৪২) কে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) বিকেলের দিকে চকরিয়া থানার পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত আসামিকে আটক করে। তবে ধর্ষণ মামলা ছাড়া তার বিরুদ্ধে আরো বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। আটককৃত মোহাম্মদ আবুল কালাম কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং কাহারিয়া ঘোনা খামার পাড়া এলাকার মেহের আলীর ছেলে। তিনি একজন পেশাদার চোর বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, টুরিস্ট পুলিশের বাসায় চুরি করতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করার মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে। এ ধর্ষণ মামলাটি খুব গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। 

তিনি আরো বলেন, আগামী রবিবার (২০ জুলাই) পুলিশের স্ত্রীকে ধর্ষণের মামলায় আটককৃত প্রধান আসামি আবুল কালামমের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এছাড়া এ ধর্ষণ মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে পুলিশের বাসায় চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটে। পুলিশের স্ত্রী সন্তানদের নিয়ে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থাকতেন। ভুক্তভোগীর স্বামী কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।