চুরির অপবাদে শিশুসহ বাবা-মাকে পেটালেন চেয়ারম্যান
বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে চুরির অপবাদে বাবা, ছেলে ও মাকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে
প্রথম নিউজ, বান্দরবান : বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে চুরির অপবাদে বাবা, ছেলে ও মাকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৮ মার্চ) নির্যাতিতদের হাসপাতালে ভর্তি করালে বিষয়টি জানাজানি হয়।
নির্যাতিতরা হলেন লামা আজিজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আশ্রাফপাড়া এলাকার মো. মোরশেদ, তার ছেলে মো. সেলিম (৯) ও স্ত্রী সেলিনা আক্তার (৩০)।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন মো. মোরশেদ।
মামলা সূত্রে জানা যায়, বাসায় কাজের পাশাপাশি পড়াশোনা করানোর কথা বলে শিশু সেলিমকে নিয়ে যান ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন। শনিবার (২৫ মার্চ) বাসায় সোনা চুরির অভিযোগে সেলিমকে আটকে রেখে তার পরিবারকে খবর দেন। সেলিমের মা ও বাবা ছেলেকে নিতে চেয়ারম্যানের বাসায় গেলে চেয়ারম্যান ও তার ছেলেকে রুমে আটকে তাদের ওপর নির্যাতন চালান। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে শিশু সেলিমকে চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার করে। এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা।
শিশু সেলিমের বাবা মো. মোরশেদ বলেন, বাসায় আসার পর ছেলে ও তার মায়ের নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে থাকলে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় বিচার দাবি করেন তিনি।
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, উদ্দেশ্যমূলকভাবে একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটাচ্ছে।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে শিশুটিকে চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: