চরম পরিণীতির শঙ্কায় পোড়ামাটি নীতি অবলম্বন করেছেন শেখ হাসিনা:রিজভী
সিনিয়র করেসপন্ডেন্ট: চরম পরিণীতির শঙ্কায় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোড়ামাটি নীতি অবলম্বন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন,'আবারো নিঃশব্দ নিরব কৃত্রিম পরিবেশের মধ্য দিয়ে শেখ হাসিনা আরও একটি পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে সেই কারণে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের হিড়িক চলছে গায়েবী মামলায় বিভিন্ন কায়দায়।
রবিবার(১৫ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন,'শেখ হাসিনার কোন
ভোটার দরকার নাই,তিনি সারাদেশে ভীতির পরিবেশ সৃষ্টি করে আবারও নীলনকশার নির্বাচন করতে মরিয়া।
সারাদেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মামলা ও গ্রেফতারের বিবরণ তুলে ধরে বিএনপির এই মুখপাত্র বলেন,'
আজ সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজকে গ্রেফতার করেছে পুলিশ ু এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক, গেন্ডারিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এইচ এম জাকির হোসেন, বংলাশ থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিল তাজ উদ্দিন আহম্মেদ, ৩৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ফাইজুদ্দিন আহম্মেদ, সদস্য মোঃ অপুকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খোকন চেয়ারম্যান এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ খলিল মজুমদার মিথ্যা মামলায় উচ্চ আদালতের জামিন থাকা সত্ত্বেও নি¤œ আদালতে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
তিনি বলেন,' বংশাল থানাধীন ৩২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ সাবের হোসেন ও বাগেরহাট জেলাধীন চিলতমারী উপজেলা বিএনপির সদস্য সচিব কাশীনাথ বৈরাগীকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ফরিদ উদ্দিন ফরিদকে গ্রেফতার করে সূত্রাপুর থানা পুলিশ।
রিজভী অভিযোগ করে বলেন,' টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন সিমলার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু হানিফ কিসলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলম খান, যুবদলের সদস্য সচিব হারুন খান ও শ্রমিকদলের সদস্য সচিব জাফর মিয়াসহ মোট ৪৪ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুরনো একটি মিথ্যা মামলায় হাইকোর্টের জামিন থাকা সত্তেও নি¤œ আদালতে হাজিরা দিতে গেলা জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করে। এছাড়াও লালবাগ থানাধীন ২৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ ফিরোজ এবং বংশাল থানাধীন ৩২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ আজিজুল্লাহকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এর বাসায় পুলিশ ও যৌথবাহিনী হামলা চালিয়ে তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ ও তল্লাশির নামে বাসার আসবাবপত্র ভাংচুর করে।
এছাড়াও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৪ জনকে এজাহার নামিয়, ২০ জনকে অজ্ঞাতনামা আসামী এবং মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল ও পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবিরসহ ২১ জনকে হুকুমের আসামী করে একটি মিথ্যা গায়েবী মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে পুলিশ।
রিজভী মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত নেতৃবৃন্দের সাজা বাতিল, গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহবান জানান। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি জানান,গত ২৮ ও ২৯ জুলাই তারিখ হতে অদ্যাবধি বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী
মোট আহত ১৯৪০ জন
মোট মামলা ৩৪৬ টি
মোট গ্রেফতার ২৩৪০ জন
মোট আসামী ১৩,৪৮৫ জন।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ঢাবির অধ্যাপক ড. সাইফুল ইসলাম,,নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী,তারিকুল ইসলাম তেনজিং,ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।