কুষ্টিয়ায় বিএনপির অনশন

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ অনশন শুরু হয়। কুষ্টিয়া জেলা বিএনপি আয়োজিত এ অনশন কর্মসূচি চলে দুপুর ২টা পর্যন্ত।

কুষ্টিয়ায় বিএনপির অনশন
প্রথম নিউজ, কুষ্টিয়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে সামনে অনশন কর্মসূচি পালন করছে জেলা বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ অনশন শুরু হয়। কুষ্টিয়া জেলা বিএনপি আয়োজিত এ অনশন কর্মসূচি চলে দুপুর ২টা পর্যন্ত।
কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিটেরের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে সামনে আসতে থাকেন। ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন তারা।
এদিকে অনশনকে ঘিরে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে পাশে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
অনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান।
কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বসিরুল আলম চাঁদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিনের পরিচালনায় অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, আব্দুল মুঈদ বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া থানা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ, কুমারখালী পৌর বিএনপির আহ্বায়ক হাজী মনোয়ার, খোকসা থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ, খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু, মিরপুর থানা বিএনপির সভাপতি আব্দুল হক, মিরপুর পৌর বিএনপির সভাপতি আঃ রশিদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ভেড়ামারা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার চেয়ারম্যান, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, খুলনা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তছলিম উদ্দিন নিশাত প্রমূখ।
দুপুরে বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন বিশ্বাস সহ কয়েকজন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে পানি পান করিয়ে অনশন ভাঙ্গান।