চারদিন উত্থানের পর দু’দিন দরপতন
আজ মঙ্গলবার অধিকাংশ কোম্পানির শেয়ার দর, লেনদেন ও সূচক কমেছে।
প্রথম নিউজ, ঢাকা: চার কার্যদিবস উত্থানের পর এবার পর পর দু’দিন দরপতন হলো পুঁজিবাজারে। ফলে আজ মঙ্গলবার অধিকাংশ কোম্পানির শেয়ার দর, লেনদেন ও সূচক কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের ২৩ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ২৬৪টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২২১টির, অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।
ডিএসইর প্রধান সূচক ২৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৭ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে বেড়েছে দশমিক ১৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৭ দশমিক ৮৭ পয়েন্ট। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৪১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার; যা আগের দিনের চেয়ে কিছুটা কম।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সু-এর শেয়ার। এরপর ছিল বেক্সিমকো লিমিটেড, রহিমা ফুড, বিএসসি, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, সালভো কেমিক্যাল, ইয়াকিন পলিমার এবং ইউনিট হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। এদিন ডিএসইতে দাম বাড়ার শীর্ষে ছিল এপেক্স ফুডস, বিডি অটোকার, মনোস্পুল পেপার, তামিজ উদ্দিন টেক্সটাইল, কে অ্যান্ড কিউ টেক্সটাইল, দেশ গার্মেন্টস, সোনারগাঁও টেক্সটাইল, পেপার প্রসোসিং অ্যান্ড প্যাকেজিং, সালভো কেমিক্যাল এবং এপেক্স স্পিনিং মিলস লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১০২ দশমিক ৫২ পয়েন্ট কমে ২০ হাজার ৬০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮২টির, অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৯ লাখ ৩১ হাজার ৮৩১ টাকার শেয়ার।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: