পূবালী ব্যাংকের নতুন এমডি ও সিইও মোহাম্মদ আলী
সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে।
প্রথম নিউজ, অনলাইন: পূবালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আলী। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি এ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মোহাম্মদ আলী ২০০৮ সালে মহাব্যবস্থাপক ও চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে পূবালী ব্যাংকে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, ক্রেডিট কমিটির চেয়ারম্যান, চিফ রিস্ক অফিসার, চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, উপব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ আলী রংপুর ক্যাডেট কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়ন করেছেন। এ ছাড়া দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনে অংশ নেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: