চাঁপাইনবাবগঞ্জে এক বছরে সড়কে ঝরল ৬২ প্রাণ

রোববার (২২ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় এসব তথ্য প্রদান করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।

চাঁপাইনবাবগঞ্জে এক বছরে সড়কে ঝরল ৬২ প্রাণ

প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ২০২২-২৩ অর্থবছরে মোট ৭২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৬২ জন নিহত ও ৯৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, একই অর্থবছরে সারা দেশে মোট ৪ হাজার ৫৭৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪ হাজার ৩৭১ জন নিহত ও ৩ হাজার ৭০২ জন আহত হয়েছেন।

রোববার (২২ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় এসব তথ্য প্রদান করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

সভায় স্বাগত বক্তব্যে বিআরটিএ’র সহকারী পরিচালক মো. শাহজামান হক জানান, ২০২৩ সালে এখন পর্যন্ত জেলায় রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৪৩০ টাকা। একই সময়ে মোট ১০ হাজার ড্রাইভিং লাইসেন্স ও ১ হাজার ৬৪৮টি মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করা হয়েছে। জেলায় বর্তমানে ৬৪ হাজার ৭৩৪টি মোটরসাইকেল, ৮৩টি প্রাইভেট কার, ৯৭টি মাইক্রোবাস, ২৬৮টি মিনিবাস ও ৭৬৭টি ট্রাক রয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি শফিকুল আলম ভোতা।

এ সময় আরও বক্তব্য দেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সমাদ বকুল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী। সভায় নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলের সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।