পদ্মায় ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড

রোবরার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

পদ্মায় ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড

প্রথম নিউজ, মানিকগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ৭০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

রোবরার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের মুন্নাফের ছেলে হাসু (২৩), শেখ জামালের ছেলে শেখ সজিব (২২), হেলালের ছেলে সফি (২৮), হজির ছেলে আলামিন (৩০), আবুল ফকিরের ছেলে নাইম (২৪) এবং শেখ মুন্নাফের ছেলে শেখ তারাবালি (২৫)।

হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা, কেনা-বেচা ও পরিবহন নিষিদ্ধ। মা-ইলিশ রক্ষায় প্রতিদিনই উপজেলা প্রশাসন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার লেছড়াগঞ্জ ও সুতালড়ি ইউনিয়নের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ছয়জনকে আটক করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ছয়জনকে ১৫ দিনের জেল দেওয়া হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।