চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী মারা গেছেন
প্রথম নিউজ, ডেস্ক : প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী চিত্রশিল্পী ও সেতারশিল্পী তাহেরা চৌধুরী আর নেই। গতকাল রোববার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তাহেরা চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হাসান উজ জামান মনি (জুডো মনি)। তিনি বলেন, ‘তাহেরা চৌধুরী নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত শুক্রবার নিজ বাসায় পড়ে গিয়ে তিনি আঘাত পান। সেদিন থেকেই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।’
তিনি আরও বলেন ‘আজ সোমবার (০১ নভেম্বর) বাদ আসর আজিমপুর ছাপরা মসজিদে তাহেরা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন হাসান উজ জামান মনি।’
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ নভেম্বর শিল্পী কাইয়ুম চৌধুরী মারা যান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: