চট্টগ্রামে মহাসড়কের পাশে যুবকের মরদেহ, ৩ দিনেও শনাক্ত হয়নি পরিচয়

চট্টগ্রামে মহাসড়কের পাশে যুবকের মরদেহ, ৩ দিনেও শনাক্ত হয়নি পরিচয়

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। আনুমানিক ২৭ বছর বয়সী ওই যুবকের শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। 

গত ৩০ জুন উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম পাশে বালুর মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 


মরদেহ উদ্ধারের পর তিনদিন পার হলেও রোববার (২ জুলাই) পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানি প্রামাণিক বলেন, যুবকের কপাল, কাঁধ ও বাম চোখের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে লাল-সাদা প্রিন্টের ছেড়া পাঞ্জাবি ও কোমরে কালো রঙের সুতা দিয়ে দুটি তাবিজ এবং গলায় একইভাবে পয়সার মতো আরো একটি তাবিজ বাঁধা ছিল।