চট্টগ্রামে মারধরের শিকার দিনমজুরের মৃত্যু
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়িতে মারধরের শিকার দিনমজুর মো. সাদ্দামের (৩৫) মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মার্চ) সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত সাদ্দাম কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানিকপুর গ্রামের সিরাজুল ইসলামের মেজো ছেলে।
এ ঘটনায় নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সাদ্দামকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা ডেকে নেয়। পরে ২৮ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে তার চিৎকারে ঘটনাস্থলে গিয়ে লোকজন দেখতে পায় যে, রক্তাক্ত অবস্থায় তাকে কে বা কারা মেরে ফেলে রেখেছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন, মারধরের ঘটনায় রোববার (৩ মার্চ) থানায় মামলা দায়ের হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় যুবক সাদ্দাম মারা গেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি।