চট্টগ্রামে জুয়ার আসর থেকে তিনবারের চেয়ারম্যান মিজান গ্রেফতার
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদেও রয়েছেন বলে জানা গেছে।

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামে জুয়ার আসর থেকে সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদেও রয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে থানার আপন নিবাস এলাকায় জুয়ার আসরে পরিচালিত ওই অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মনির, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, জামাল হোসেন ও আখতার হোসেন।
পুলিশ জানায়, খুলশী থানার আপন নিবাস এলাকার একটি বাড়িতে জুয়ার আসর বসেছে- এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থল থেকে এক ইউপি চেয়ারম্যানসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে দুই সেট তাসের বান্ডিল এবং নগদ ৫৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আজ (রোববার) আদালতে প্রেরণ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: