দুপুর ১টার মধ্যে ৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

দুপুর ১টার মধ্যে ৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

প্রথম নিউজ, অনলাইন: দুপুর ১টার মধ্যে কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২২ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গত কয়েকদিন থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে আগামী কয়েকদিন গরম বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২১ মে) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামী কয়েকদিন গরম বেশি অনুভূত হতে পারে। আগামী ২৬ মের পর থেকে বৃষ্টি বাড়তে পারে, তখন আবার গরম কমে আসবে।