চট্টগ্রামের সড়কগুলোকে যুদ্ধবিধ্বস্ত কোনো নগরীর দৃশ্য বলে মনে হচ্ছে: ডা. ডা. শাহাদাত
চট্টগ্রামের সড়কগুলোকে যুদ্ধবিধ্বস্ত কোনো নগরীর দৃশ্য বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের সড়কগুলোকে যুদ্ধবিধ্বস্ত কোনো নগরীর দৃশ্য বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, চট্টগ্রাম শহরে পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। আগ্রাবাদ থেকে পতেঙ্গা পর্যন্ত চট্টগ্রামের প্রধান সড়কটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বর্তমানে এটি সড়ক হলেও দেখলে যেন যুদ্ধবিধ্বস্ত কোনো নগরের দৃশ্য বলে মনে হয়। বুধবার বিকালে নগরীর উত্তর পতেঙ্গা কাঠগড়স্থ পতেঙ্গা কমিউনিটি সেন্টারে পতেঙ্গা থানা বিএনপি’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শাহাদাত বলেন, শহরের সড়কের কোথাও কোথাও গভীর গর্ত আর চারপাশ খানা-খন্দে ভরপুর। আবার কোথাও রীতিমতো চাষের জমির মতো। প্রধান সড়কগুলো এতোটাই বেহাল যে, যানবাহন চলাচল করা পুরোপুরি দুরূহ হয়ে পড়েছে। চট্টগ্রামবাসী এখন মহাদুর্ভোগ আর দুর্যোগের মধ্যেই দিন পার করছে।
চট্টগ্রামের উন্নয়ন ও জলবদ্ধতা নিরসনে সরকার দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিডিএ একে-অপরের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে। মুরাদপুরে নালায় পড়ে সালেহ আহমদ নিখোঁজের পর সিটি করপোরেশন এর দায় সিডিএকে দিয়েছে। আগ্রাবাদে নালায় পড়ে মেধাবী শিক্ষার্থী সাদিয়ার মৃত্যুর ঘটনার জন্যও একে-অপরকে দায়ী করছে। দেশে গণতন্ত্র ও জবাবদিহিতা না থাকার কারণে তারা একে-অপরকে দোষারোপ করে জনগণ থেকে বাঁচতে চাচ্ছে। কিন্তু সিডিএ বা সিটি করপোরেশন এসব মৃত্যুর দায় কোনোভাবেই এড়াতে পারে না। দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ডা. শাহাদত বলেন, উন্নয়নের নামে সরকারের নেতাকর্মীরা শুধু পকেট ভারী করছে। চট্টগ্রামবাসীর কল্যাণে তারা কোনো কাজ করছে না। নগরবাসী চিকিৎসা ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। খাদ্যদ্রব্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা বেশি সমস্যায় পড়েছেন। তিনি সরকারের এসব অন্যায় অপকর্মের জবাব দেয়ার জন্য তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করে আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, চট্টগ্রামের নালা-নর্দমার মতো সারা দেশ এখন উন্মুক্ত নালায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। চারদিকে শুধু অস্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যুর কোন নিশ্চয়তা নেই। চট্টগ্রাম এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসও ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বাজারে হঠাৎ করে একদম অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। প্রতিদিন পণ্যের দাম বাড়ছে। গরিব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে। বাজারে মুনাফাখোর সরকারের এই সিন্ডিকেট মানুষের জীবনের সুখশান্তি, রাতের ঘুম কেড়ে নিয়েছে। অথচ সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তারা আছে উন্নয়নের ফাঁকা বুলি নিয়ে। পতেঙ্গা থানা বিএনপি’র সভাপতি সাবেক কাউন্সিলর ডা. নুরুল আবছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দীনের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে- চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এসএম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপি’র সভাপতি মন্জুর রহমান চৌধুরী, নগর বিএনপি নেতা সাবেক কমিশনার মো. ইসমাইল, মুজিবুল হক, ইদ্রিস আলী প্রমুখ বক্তব্য রাখেন।