চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খন্দকার মাহবুব হোসেন
রোববার (১৫ মে) রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্য তিনি ঢাকা ছাড়েন। খন্দকার মাহবুব হোসেন বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছেন বলে জানা গেছে।
প্রথম নিউজ, ঢাকা: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। রোববার (১৫ মে) রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্য তিনি ঢাকা ছাড়েন। খন্দকার মাহবুব হোসেন বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছেন বলে জানা গেছে।
এর আগে করোনা আক্রান্ত হয়ে ২০২১ সালের ১৬ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এই সিনিয়র আইনজীবী। চিকিত্সাধীন অবস্থায় তাকে একবার আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হলে কেবিনে স্থানান্তর করেন চিকিত্সকরা। এক মাস ১২ দিন হাসপাতালে চিকিত্সা শেষে বাসায় ফেরেন তিনি।
এরপর দীর্ঘদিন বাসায় বিশ্রাম নিয়ে আদালতে ফেরেন তিনি। কয়েক মাস পার না হতেই চিকিৎসার জন্য এবার সিঙ্গাপুর গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews