ঘরের মেঝে থেকে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

ঘরের মেঝে থেকে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রথম নিউজ, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় ঘরের মেঝে থেকে সুফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী আসমত আলী পলাতক রয়েছেন। 

নিহত সুফিয়া বেগম উপজেলার জামনগর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনদের দাবি, স্বামী আসমত আলী স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়েছে। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, পারিবারিক কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শুক্রবার সকালে নিজ ঘরের মেঝেতে ধারালো অস্ত্র দিয়ে গলাকাটা অবস্থায় সুফিয়ার লাশ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়। 

নিহত সুফিয়া বেগমের বড় বোন রোহেলা বেগম জানান, ভগিনীপতি আসমত আলী তার বোনকে গলা কেটে হত্যা করে আট বছরের একমাত্র মেয়ে আসমানীকে নিয়ে পালিয়েছে। তিনি হত্যাকারীর ফাঁসি দাবি করেন। 

এদিকে নিহতের ভাই আব্দুল বিচ্ছাদ জানান, তার ভগিনীপতি আসমত একজন চোর প্রকৃতির লোক এবং তিন-চারটি বিয়ে করেছেন। চুরিকে কেন্দ্র করে বোনের সঙ্গে বাগবিতণ্ডা হয়ে আসমত প্রায়ই তার বোনকে মারধর করত। 

তিনি অভিযোগ করে বলেন, স্বামী আসমত আলীই তার বোনকে হত্যা করেছে। তিনি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে বলেন, পারিবারিক কলহের কারণে তার স্বামী তাকে হত্যা করে থাকতে পারে। ঘটনার পর থেকেই আসমত পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।