গায়েবী মামলায় নারায়ণগঞ্জ বিএনপির অর্ধশত নেতাকর্মী আদালতে : সাক্ষী আসেনি
নারায়ণগঞ্জে ২০১৮ সালের দুটি বিস্ফোরক ও নাশকতার মামলায় বুধবার (৫ এপ্রিল) আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী
সাক্ষ্যগ্রহণ ছিল আজ (৫ এপ্রিল)। কিন্তু সাক্ষী উপস্থিত না হওয়ায় পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। অর্ধশতাধিক নেতাকর্মী এ মামলায় আজ হাজিরা
দেন। তিনি বলেন, যেদিন ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয় সেদিন বিকেল ৪ টায় আমাকে গ্রেফতার করে পুলিশ। এরপর মামলায় লেখা হয় আমি রাত পৌনে ৯ টায় দিকে সেখানে এসব কর্মকাণ্ড করি যা মিথ্যা ও সাজানো। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। পুরোটাই সাজানো মামলা, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে আন্দোলন দমাতেই এই কৌশল। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, দুটি মামলায়
হাজিরা ও সাক্ষ্যগ্রহণের তারিখ থাকলেও আজ সাক্ষী উপস্থিত হননি।