গিলেস্পির বকেয়া দাবি প্রত্যাখ্যান, পাল্টা দাবিতে পিসিবি

গিলেস্পির বকেয়া দাবি প্রত্যাখ্যান, পাল্টা দাবিতে পিসিবি

প্রথম নিউজ, ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পির বকেয়া পাওনা নিয়ে করা দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্থানীয় একটি সংবাদমাধ্যমকে পিসিবির এক মুখপাত্র জানান, গিলেস্পি কোনো পূর্ব নোটিশ ছাড়াই পাকিস্তান জাতীয় দলের সঙ্গে কোচ হিসেবে যোগদানের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ান। ফলে বোর্ড দক্ষিণ আফ্রিকা সফরে দলের কোচিংয়ের দায়িত্ব তুলে দেয় আাকিব জাভেদের হাতে।

সম্প্রতি গিলেস্পির এজেন্ট পিসিবির মানবসম্পদ বিভাগে একটি ইমেইল পাঠিয়ে বকেয়া পাওনা পরিশোধের অনুরোধ করেন।

তবে পিসিবি বলছে, বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পিসিবির বক্তব্য, ‘চুক্তি অনুযায়ী, যদি পিসিবি গিলেস্পির সঙ্গে চুক্তি বাতিল করত, তাহলে তাকে চার মাসের বেতন দিতে হতো। কিন্তু গিলেস্পি নিজে পদত্যাগ করায়, তারই উল্টো বোর্ডকে চার মাসের বেতন পরিশোধ করার কথা। তাই তার বকেয়া পাওনার দাবি সঠিক নয়।

অন্যদিকে, একটি সোশ্যাল মিডিয়া সাক্ষাৎকারে গিলেসপি জানান, পিসিবির কাছ থেকে এখনও তার প্রাপ্য অর্থ তিনি পাননি এবং এই পরিস্থিতি তার জন্য হতাশাজনক। তিনি দ্রুত এই সমস্যার সমাধান চান।

অন্যদিকে, একটি সোশ্যাল মিডিয়া সাক্ষাৎকারে গিলেস্পি জানান, পিসিবির কাছ থেকে এখনও তার প্রাপ্য অর্থ তিনি পাননি এবং এই পরিস্থিতি তার জন্য হতাশাজনক। তিনি দ্রুত এই সমস্যার সমাধান চান।