গুলশান-বনানী-বারিধারা লেকে মাছ চাষ করবে সিটি করপোরেশন
প্রথম নিউজ, ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা লেকে মাছ চাষ করা হবে। লেকের পানিদূষণ রোধে এই পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে মৎস্য অধিদপ্তর আয়োজিত ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’-এর সমাপ্তি উপলক্ষ্যে রাজধানীর কুড়িল লেকে মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মেয়র আতিক বলেন, ‘আমরা নিয়মিত লেক পরিষ্কার করছি। খাল ও ড্রেন পরিষ্কার করছি। কিন্তু বাসাবাড়ির পয়োবর্জ্যের লাইন খালে গিয়ে প্রতিনিয়ত পানিকে দূষিত করছে। দূষণের ফলে খালে মাছের চাষ করতে পারছি না, সেখানে মশার চাষ হচ্ছে। এটি আর হতে দেওয়া যাবে না।’
‘শুধু কুড়িল লেকে নয়, পর্যায়ক্রমে সব লেকে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে’ জানিয়ে মেয়র বলেন, ‘গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোতে মাছ চাষ করার বিষয়ে মৎস্য অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। অধিদপ্তর জানিয়েছে, এসব লেকের পানি দূষিত। সেখানে মাছ মারা যাবে। তাই আগে লেকের পানি দূষণ থেকে রক্ষা করতে হবে।’ তিনি পয়োবর্জ্যের সংযোগ লেকে দেওয়া যাবে না- এমন হুঁশিয়ারি দিয়ে বলেন, সিটি করপোরেশনের টিম বাড়ি বাড়ি গিয়ে পয়োবর্জ্যের লাইন পরিদর্শন করছে। পয়োবর্জ্যের লাইন ড্রেনে বা খালে পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews