গৌরীপুরে ১০ চেয়ারম্যান প্রার্থী ১৪ কেন্দ্রে পেলেন শূন্য ভোট!
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ কেন্দ্রে ১০ চেয়ারম্যান প্রার্থী শূন্য ভোট পেয়েছেন।
প্রথম নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ কেন্দ্রে ১০ চেয়ারম্যান প্রার্থী শূন্য ভোট পেয়েছেন। সম্প্রতি এমন সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন স্থানীয় গণমাধ্যম। উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, শূন্য ভোট পেয়েছেন টিকুরী এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের ১ নম্বর মইলাকান্দা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহীনুর ইসলাম (ঘোড়া), ৩ নম্বর অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: দুলাল ফকির (ঘোড়া), মাওহা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম (অটোরিকশা), চল্লিশা কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ও ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, কিল্লাতজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল মান্নান (টেবিল ফ্যান)।
এদিকে ৫নম্বর সহনাটী ইউনিয়নের শূন্য ভোট পেয়েছেন গিধাউষা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের জাকের পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান (গোলাপফুল) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ (ঘোড়া), ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ (চশমা) ও স্বতন্ত্র প্রার্থী মো: সাবিকুর রহমান (অটোরিকশা)। এছাড়া খানপাড়া, অনন্তগঞ্জ, ভাটিপাড়া, ভোলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শূন্য ভোট পান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক। তবে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক নির্বাচনের আগে আওয়ামী লীগের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর রোববার ১০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ১০ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৩২ হাজার ১৭২ জন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ৩৯০ জন ও নারী ভোটার এক লাখ ১৩ হাজার ৭৮২ জন। মোট ৯৯ কেন্দ্রের ৬১৫ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত ৩০টি আসনে ১২৭ জন নারী প্রার্থী ও সাধারণ ৯০টি ওয়ার্ডে ৩৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিধলা ইউনিয়নের দু’কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় সিধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল অসমাপ্ত রয়ে গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: