গফরগাঁওয়ে বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, বাড়িঘর ভাঙচুর
ঘটনাটি ঘটে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুখুরিয়া গ্রামে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে সুফিয়া (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুখুরিয়া গ্রামে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা সন্দেহে সজিব (২৩)সহ ৩ জনকে আটক করে পুলিশ। জানা যায়, রোববার সকাল ১১টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কে বাইপাস মোড় (দক্ষিণ পুখুরিয়া) এলাকায় সুফিয়া বেগম ও স্বামী সিরাজ উদ্দিনের সঙ্গে সুর্যত আলীর জমি নিয়ে তর্কাতর্কি শুরু হয়। ঘটনাস্থলে আগে থেকেই ওত পেতে থাকা সুর্যত আলীর পক্ষের আকরাম, আশরাফুল, হেকমত ও আজিজুল সুফিয়া বেগমকে রামদা দিয়ে কুপিয়ে ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে। সিরাজ উদ্দিন ও সুফিয়া বেগম প্রায় দৌড়ে দক্ষিণ পুখুরিয়া গ্রামের নিজ বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু প্রতিপক্ষের লোকজন সিরাজ উদ্দিন ও সুফিয়া বেগমের পেছনে ধাওয়া করে তাদের বাড়িতে উপস্থিত হয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। ভয়ে সিরাজ উদ্দিন পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন।
সুর্যত আলী ও তার লোকজন বাথরুমে আশ্রয় নেয়া সুফিয়া বেগমকে দেখতে পেয়ে টেনে-হেঁচড়ে বের করে এলাপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সুফিয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুফিয়া বেগমের ভাই মনির উদ্দিন বলেন, আমার বোনকে যারা হত্যা করেছে তাদের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি করছি। নিহত সুফিয়া বেগমের স্বামী সিরাজ উদ্দিন বলেন, সুর্যত আলী, আকরাম, আশরাফুল, হেকমত, আজিজুল ও তার লোকজন আমার পৈতৃক সম্পত্তি দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করছে। আমার স্ত্রী ও আমি দীর্ঘদিন ধরে বাধা দিলেও কাজ হয়নি। রোববার সকালে বাধা দিতে গেলে আমার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সূর্যত ও তার লোকজন। গফরগাঁও থানার ওসি মো. ফারুক আহম্মেদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা সন্দেহে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: