গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়ায় দুর্ঘটনায় ট্রাক, হেলপার নিহত
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে চন্দ্রদিঘলীয়া বাজারে দুর্ঘটনাটি ঘটে।
প্রথম নিউজ,গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুর্ঘটনায় মো. রাসেল হাওলাদার (২৮) নামে একজন নিহত হয়েছেন।
রাসেল হাওলাদার খুলনার বাগমারা দক্ষিণপাড়া এলাকার মকবুল হাওলাদারের ছেলে। তিনি ওই ট্রাকেরই হেলপার ছিলেন। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে চন্দ্রদিঘলীয়া বাজারে দুর্ঘটনাটি ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রাকটি চন্দ্রদিঘলীয়া বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে হেলপার রাসেল গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর চালক ট্রাকটি রেখে পালিয়ে গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews