গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ইসরাইলের সেই দম্পতিকে ছেড়ে দিয়েছে তুরস্ক
প্রথম নিউজ, ডেস্ক : বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যৌথ বিবৃতিতে এ তথ্য জানান। খবর হুররিয়াত ডেইলি নিউজের।
এ দুই ইসরাইলিকে মুক্তি দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বাড়ির ছবি তোলায় গুপ্তচরবৃত্তির অভিযোগে মরদি ও নাতালিয়ে ওকনিন দম্পতিকে আটক করা হয়।
আটকের পর তারা গুপ্তচর নয় বলে দাবি করেন ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
সাম্প্রতিক সময়ে বিদেশি গুপ্তচর আটক নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তুরস্কে।
অক্টোবরেও বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা। তাদের বিরুদ্ধে অন্য দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।
এ অভিযানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অপরাধে কমপক্ষে ১৫ ব্যক্তি আটক হন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশটির আইনানুযায়ী ১৫ থেকে ২০ বছরের জেল হতে পারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: