গণতন্ত্র মঞ্চের অবস্থান প্রেস ক্লাবের সামনে

রাজিনৈতিক বন্দি মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী গণঅবস্থান কর্মসূচি পালন করছে গণতন্ত্র মঞ্

গণতন্ত্র মঞ্চের অবস্থান প্রেস ক্লাবের সামনে
গণতন্ত্র মঞ্চের অবস্থান প্রেস ক্লাবের সামনে

প্রথম নিউজ, ঢাকা : রাজিনৈতিক বন্দি মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী গণঅবস্থান কর্মসূচি পালন করছে গণতন্ত্র মঞ্চ।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাউয়ূমের সভাপতিত্বে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

এদিন বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আসতে শুরু করেন গণতন্ত্র মঞ্চের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা।বেলা ১১টা ৪০ মিনিটের দিকে প্রথমে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেয়। এরপর গণসংহতি আন্দোলনের একটি মিছিল যোগ দেয় বেলা ১১টা ৪৭ মিনিটে। নাগরিক ঐক্যের মিছিল যোগ দেয় দুপুর ১২টা ৩ মিনিটে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: