গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্রেসক্লাবে বিক্ষোভ মিছিল

আজ শনিবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্রেসক্লাবে বিক্ষোভ মিছিল

প্রথম নিউজ, ঢাকা: গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলেশন। আজ শনিবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দুই সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দুনিয়ার সর্বত্র সভ্যতা মানবতা বিনাশী উগ্রবাদী, খুনী, সন্ত্রাসী গোষ্ঠীর রাষ্ট্রীয় উত্থান বর্বরতায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। শান্তি মানবতায় বিশ্বাসী সব মানুষকে মুক্তির সঠিক পথে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি।

বক্তারা বলেন, পাশবিক শক্তির নৃশংসতা, গণহত্যার বিরূদ্ধে কেবল প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানোই যথেষ্ট নয়। মানবতা বিরোধী খুনি অপশক্তির বিরুদ্ধে সভ্যতা মানবতার পক্ষের সমস্ত মানুষকে কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। তারা বলেন, শুধু গাজায় নয়, সিরিয়া, ইরাক, লিবিয়া, নাইজেরিয়া এবং আরাকানসহ বিভিন্ন জায়গায় ধর্ম, জাতি, গোত্র বিভিন্ন ছদ্মবেশে মানবতার শত্রু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ভয়াবহ হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

দুনিয়া ব্যাপী সত্য, ন্যায়, মানবতা, স্বাধীনতা, নিরাপত্তা, অধিকার ও বিবেকের ধারক শান্তিকামী সকল মানুষের ঐক্যবদ্ধ ও সংগঠিত উদয় উত্থান ও সুপরিকল্পিত অগ্রযাত্রাই সকল অপশক্তি থেকে মানবতাকে উদ্ধার ও মুক্তির একমাত্র উপায় হিসেবে তাঁরা সকলকে উপলব্ধির আহ্বান জানান। অন্যদিকে, একই সময় চলমান ভয়াবহ ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের দ্রুত অবসানসহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মানবাধিকার আন্দোলন।