ঋণ দেওয়ার নামে বিকাশে টাকা হাতিয়ে লাপাত্তা

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক(এসআই) কামরুল আহম্মেদ। মামলার বাদী রঞ্জু মোল্লা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের মজিদ মোল্লার ছেলে।

ঋণ দেওয়ার নামে বিকাশে টাকা হাতিয়ে লাপাত্তা

প্রথম নিউজ, রাজবাড়ী: ঋণ দেওয়ার কথা বলে দুই গ্রাহকের বিকাশ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী রঞ্জু মোল্লা টাকা আত্মসাতের অভিযোগে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক(এসআই) কামরুল আহম্মেদ। মামলার বাদী রঞ্জু মোল্লা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের মজিদ মোল্লার ছেলে।

ভুক্তভোগী রঞ্জু মোল্লা জানান, তারা ‘রিক’ নামক একটি এনজিওর সদস্য। ওই এনজিও থেকে তিনি ৫০ হাজার টাকা ঋণও নিয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নিজেকে এনজিও ‘রিক’এর ম্যানেজার পরিচয় দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি তার মোবাইল নম্বরে কল দেয় এবং মাত্র ৫ শতাংশ সুদে ৪ লাখ টাকা ঋণ নেওয়ার প্রস্তাব দেয়। তিনি তাতে রাজি হন এবং ওই ব্যক্তির চাহিদা মাফিক কয়েক দফায় বিকাশে ৪০ হাজার টাকা দেন এবং একই কথা বলে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভেল্লাবাড়িয়া গ্রামের ছলেমান মিয়ার ছেলে নুরুল ইসলামের কাছ থেকে সাড়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর থেকেই ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। সে কারণে তারা এনজিও ‘রিক’ এর অফিসে যোগাযোগ করেন। এরপরই তারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। ওই প্রতারকের মোবাইল নম্বর সার্চ করে দেখা যায়, তার নাম সাইফুল ইসলাম জনি। তিনি জেলার কালুখালী উপজেলার গোয়ালিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ জানিয়েছেন, প্রতারক চক্রটিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।