গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত
প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় বাসচাপায় মুসা শেখ (২৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, মো. মুসা সিরাজগঞ্জ সদর থানার চরখোসা বাড়ি গ্রামের মজিদ মন্ডলের ছেলে। তিনি স্থানীয় এম অ্যান্ড জে জেনেসিস ফ্যাশন্স কারখানার সুইং কোয়ালিটি বিভাগের অডিটর হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কারখানার উদ্দেশে বাসা থেকে বের হন মুসা। তিনি নাওজোড় এলাকায় পৌঁছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি তাকওয়া পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাসন থানায় নিয়ে যায়।
বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, তাকওয়া পরিবহনের বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।