গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন
প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১২এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস লিমিটেডে এ আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার দুপুরে কালিয়াকৈরের শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস লিমিটেডের সামনের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্টোল রুমের অপারেটর জানান, জমজম স্পিনিং আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করছে। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।