মোহামেডানের বাকি সব ম্যাচই খেলবেন সাকিব
কখনও খেলার মাঠ, কখনও বিজ্ঞাপনের কাজ আবার কখনোবা কোনো পণ্যের দোকান উদ্বোধন
প্রথম নিউজ, ডেস্ক : কখনও খেলার মাঠ, কখনও বিজ্ঞাপনের কাজ আবার কখনোবা কোনো পণ্যের দোকান উদ্বোধন। বলছিলাম তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের কথা। সবসময় নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। কিছুদিন আগে তো বলেই দিলেন তিনি ‘কাজ না করলে পাগল হয়ে যাবেন’। তবে সব ছাপিয়ে আলোচনায় ছিল সাকিব চলমান ডিপিএলে কয়টা ম্যাচ খেলবেন।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দল পাওয়ার পরও, পারিবারিক সমস্যার কারণে তিনি খেলতে যাননি। পরবর্তীতে বেছে নিয়েছেন ডিপিএলকে। আগের আসরের পর এবারও তিনি যুক্ত হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তবে ডিপিএলের চলতি আসরের পুরো সময়ে তার থাকার কথা আগেই জানিয়েছিলেন। সেটিই এবার নতুন করে বলছেন মোহামেডানের ক্রিকেট কমিটির সদস্য সচিব জিএম সাব্বির, ‘মোহামেডানের হয়ে পরবর্তী সব ম্যাচেই খেলবেন সাকিব।’
ঈদের আগে ১৭ এপ্রিল পর্যন্ত চলমান আসরের ম্যাচ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে সে সময় পর্যন্ত দেশেই থাকবেন সাকিব। এরপর যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে এই তারকা ক্রিকেটার পাড়ি জমাতে পারেন। এর আগে ঐতিহ্যবাহী
ক্লাবটির সঙ্গে চুক্তির সময় সাকিব বলেছিলেন, ‘ইচ্ছা আছে সবগুলো ম্যাচ খেলার, বাকিটা দেখা যাক।’
এদিকে আসরে ৯ পয়েন্ট নিয়ে সুপার লিগে ওঠার তালিকায় বেশ ভালো অবস্থানে রয়েছে মোহামেডান। যদিও শুরুর দিকে কয়েকটি ম্যাচে টানা হারের কারণে বেশ চাপেই ছিল দলটি। তবে সেই চাপ সামলে আবারো জয়ের রেসে ফিরেছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি।