গাজীপুরে গোসলখানায় ঢুকে কিশোরীকে ধর্ষণ
জয়দেবপুর থানায় মামলা (নম্বর ১৩) দায়ের
প্রতম নিউজ,গাজীপুর: গাজীপুরে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে উঠেছে। শুক্রবার সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তেভোগী কিশোরীর মা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, স্থানীয় মৃত হাফিজ উদ্দিনের ছেলে সেকান্দার ভূঁইয়া (৫৭ ) দীর্ঘদিন ওই কিশোরীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে কয়েকবার তাকে বুঝিয়ে সংশোধন হওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেকান্দার ভূঁইয়া সংশোধন হননি।
শুক্রবার ধর্ষণের শিকার কিশোরীর বাবা-মা কর্মস্থল স্থানীয় গার্মেন্টসে যান। কিশোরী ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে বসত ঘরের উত্তর পার্শ্বে থাকা গোসলখানায় যায়। সেখানে অভিযুক্ত সেকান্দার ভূঁইয়া জোরপূর্বক প্রবেশ করে গোসলখানার দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ করলে কিশোরীকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
পরে কিশোরীর মা ধর্ষণের ঘটনা জানতে পারেন। রোববার বিকালে তিনি জয়দেবপুর থানায় একটি মামলা (নম্বর ১৩) দায়ের করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: