পায়ে গুলি করে বিকাশ এজেন্টের ৫ লাখ টাকা ছিনতাই
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের চৌকিদহ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে তারিকুল ইসলাম (৩২) নামের এক বিকাশ এজেন্টের পায়ে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের চৌকিদহ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তারিকুল ইসলাম উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার জানায়, অন্যান্য দিনের মতো রাতে ব্যবসায়িক পাঁচ লাখ টাকা নিয়ে বাড়িতে আসছিলেন। পরে চৌকিদহ ব্রিজ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিনতাইকারী পথ আটকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় তারিকুল এক ছিনতাইকারীকে জড়িয়ে ধরলে আরেকজন পায়ে গুলি করে।পরে স্থানীয়রা তারিকুল ইসলামকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।সেখানে একটি মোটরসাইকেল ও একটি ধারালো চাকু পাওয়া গেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews