গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ ৪ যুবক আটক

পুলিশ সুপার বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ডাকাতির একটি মামলা করা হয়েছে। একই সঙ্গে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ ৪ যুবক আটক

প্রথম নিউজ,  গাইবান্ধা: গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের কায়ছার আলীর ছেলে কল্লোর মিয়া (২০), মধ্য ধানঘড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০) ও আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শুক্রবার (৬ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার গোপালপুর বাজারের পশ্চিম পাশে জগতরায় গোপালপুর গামী ফাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে পুলিশ। তখন একটি ব্যাটারিচালিত মিশুক চুরি করে পালানোর সময় সংঘবদ্ধ অপরাধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মিশুক ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ডাকাতির একটি মামলা করা হয়েছে। একই সঙ্গে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতিময় গোব, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।