খেলার সময় মাল্টিপ্লাগে হাত ঢুকে শিশুর মৃত্যু

 খেলার সময় মাল্টিপ্লাগে হাত ঢুকে শিশুর মৃত্যু

প্রথম নিউজ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরে বিদ্যুৎস্পৃষ্টে সুজয় (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ওই শিশুটির বাড়িতেই এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সুজয় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়ী গ্রামের সুধাংসুর ছেলে।

স্থানীয়রা জানান, খেলতে খেলতে বিদ্যুতের মাল্টিপ্লাগের মধ্যে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি। টের পেয়ে বাড়ির লোকজন দ্রুত বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।