খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে দুই নাতনি ঢাকায়
প্রথম নিউজ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকায় এসেছেন নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তারা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথি’র মেয়ে। আজ বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান তারা। এসময় মা শর্মিলা রহমান তাদের রিসিভ করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করেছে।
দুপুর পৌনে ২টা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তারা। এরআগে প্রায় এক মাস আগে ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।