খালেদা জিয়ার কোনো কিছু হলে কাউকে ছাড় দেয়া হবে না -ওয়ারেছ আলী মামুন
প্রথম নিউজ,জামালপুর : বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের মানুষের জনপ্রিয় আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হওয়ায় তাকে সহ্য করতে না পেরে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য তাকে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছে। এখন আবার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এবার বেগম খালেদা জিয়ার কোনো কিছু হলে কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, এখন বিএনপির উপর যতই হুমকি-ধামকি আর বাঁধা আসুক না কেন অবৈধ সরকারের কোনো বাধাই বিএনপি ও জনগণ আর মানবে না। এখন সময় এসেছে বিএনপিকে আঘাত করলে পাল্টা আঘাত হবে। যে কোনো সময় যে কোনো মূর্হুতে এক দফার সরকার পতন আন্দোলনে বিএনপিসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহŸান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার আজ দেশের সরকার নয়, আওয়ামী লীগের দলীয় সরকারে পরিণত হয়েছে। দেশের গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত হয়েছে, আজকে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দেশের মানুষ আওয়ামী লীগ ও রাস্টীয় যন্ত্রের কাছে জিম্মি হয়ে পড়েছে।
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গতকাল সোমবার ৯ অক্টোবর বিকেলে জেলা বিএনপি আয়োজিত শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আহসানুজ্জামান রুমেল,রিজভী আল জামালী রনজু, মাইন উদ্দিন বাবুল, গোলাম রব্বানী, মোকসেদুর রহমান হারুন, মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম প্রমূখ।