খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জামায়াত নেতারা

মঙ্গলবার বেলা ১১টা ৪৫মিনিটে জামায়াত নেতৃবৃন্দ হাসপাতালে আসেন।

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জামায়াত নেতারা

প্রথম নিউজ, অনলাইন: অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা। মঙ্গলবার বেলা ১১টা ৪৫মিনিটে জামায়াত নেতৃবৃন্দ হাসপাতালে আসেন। সেখান থেকে তারা বের হন ১টা ৫ মিনিটে। খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।

হাসপাতাল থেকে বেরিয়ে নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ম্যাডামের অবস্থা গুরুতর। এ অবস্থায় তার দেশের বাহিরে ট্রিটমেন্ট ছাড়া কোন বিকল্প নেই। আমিও একজন ডাক্তার... তার বর্তমান অবস্থায় তার জন্য দেশে ভালো ট্রিটমেন্টের কোন ব্যবস্থা নেই। তার সঠিক চিকিৎসা করার দায়িত্ব রাষ্ট্রের। তাকে বাহিরে চিকিৎসার জন্য যেতে না দেয়ার বাহানা করছে সরকার। এটা দেশবাসী সহজে মেনে নেবে না। এসময় তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে বেগম জিয়াকে বাহিরে চিকিৎসার জন্য যেন পাঠানো হয়।