কুসিক, ৬ পৌরসভা ও ১৩৫ ইউপিতে আপিল কর্তৃপক্ষ নিয়োগ
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।
প্রথম নিউজ, ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), ১৩৫ ইউনিয়ন পরিষদ (ইউপি), ৬ পৌরসভা ও একটি উপজেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে কোনো প্রার্থীর মনমতো না হলে, আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করা যাবে। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।
কুসিক নির্বাচনের জন্য আপিল কর্তৃপক্ষ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ছয় পৌরসভা, এক উপজেলা ও ১৩৫ ইউপি নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে ইসি।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০-২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩-২৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews