কিশোরবেলায় যৌন নিগ্রহের স্মৃতি ভুলেননি সোনম

রাজীব মসন্দকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী এমনটা জানিয়েছিলেন। 

কিশোরবেলায় যৌন নিগ্রহের স্মৃতি ভুলেননি সোনম

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। বাবার পরিচয়কে টপকে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি ৩৮ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী। স্বামী আনন্দ আহুজা ও ছেলে বায়ুর সঙ্গে লন্ডনে বেশির ভাগ সময় কাটান তিনি। তবে কিশোরবেলায় যৌন নিগ্রহের স্মৃতি এখনো মন থেকে মুছে ফেলতে পারেননি অভিনেত্রী। তারকার মেয়ে হওয়া সত্ত্বেও যৌন নিগ্রহের মতো ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যদিয়ে যেতে হয়েছিল সোনমকে। রাজীব মসন্দকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী এমনটা জানিয়েছিলেন। 

সোনম জানান, ১৩ বছর বয়স ছিল তার। বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে। পেছন থেকে আচমকা এসে এক লোক তার বুকে খুব বাজেভাবে হাত দিয়েছিল। অভিনেত্রী জানান, সেই সময় তার শারীরিক গঠন মোটেও প্রাপ্তবয়স্কা নারীর মতো ছিল না। কিন্তু তা সত্ত্বেও এমন হেনস্তার শিকার হন। ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছিলেন সোনম। কাউকে কিছু বলতে পারছিলেন না। 

এক জায়গায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন। আজও সেই ভয়ঙ্কর স্মৃতি মনে পড়লে শিউরে ওঠেন সোনম। অভিনেত্রী জানান, প্রায় প্রত্যেক মেয়েকেই কোনো না কোনো সময় এমন হেনস্তা সহ্য করতে হয়।