করিম ভরসার এক ছেলে খুন: আরেক ছেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল

এ মামলার ডেথ রেফারেন্স গ্রহণ করে আজ বুধবার  বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

করিম ভরসার এক ছেলে খুন: আরেক ছেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল
ফাইল ফটো

প্রথম নিউজ,ঢাকা: ২০০৯ সালে সাবেক সংসদ সদস্য করিমউদ্দিন ভরসার এক ছেলে হত্যা মামলায় আরেক ছেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এ মামলার ডেথ রেফারেন্স গ্রহণ করে আজ বুধবার  বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান । রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম জানান,২০০৯ সালের এপ্রিলে রাজধানীর বিজয়নগরের ব্যবসায়িক অফিসে করিম উদ্দিন ভরসার এক ছেলে খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে গুলি করে হত্যা করেন  আরেক ছেলে কবিরুল ইসলাম ভরসা। এ ঘটনায় পল্টন থানায় খায়রুলের স্ত্রীর বড় ভাই মামলা করেন। এ মামলায় বিচার শেষে ২০১৬ সালের ১১ এপ্রিল ঢাকার ৪র্থ মহানগর দায়রা জজ আদালত কবিরের মৃত্যুদণ্ডাদেশ দেন।

পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।   এ মামলায় কবির পলাতক রয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom