কোন এলাকায় বায়ুদূষণের মাত্রা কত, জানাতে বললেন হাইকোর্ট
দুষণ রোধে করা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
প্রথম নিউজ, ঢাকা: দূষণ রোধে সরকারের বায়ুদূষণ পর্যবেক্ষণ কেন্দ্র যথাযথ আাছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিভিন্ন এলাকার মাত্রা ভেদে কোন এলাকায় বায়ুদূষণ কেমন, জনগণকে তা জানাতে হবে যাতে প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা নেওয়া যায়।
একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে মাটির ইটের পরিবর্তে ব্লকের ব্যবহার কবে থেকে শুরু হবে তার সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
দুষণ রোধে করা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে দূষণ রোধে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা কেন গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুলে জারি করা হয়েছে। বায়ুদূষণ রোধে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: