বিএনপির ৪৩৮ নেতা–কর্মী পেলেন ৬ সপ্তাহের আগাম জামিন

বিএনপির ৪৩৮ নেতা–কর্মী পেলেন ৬ সপ্তাহের আগাম জামিন
বিএনপির ৪৩৮ নেতা–কর্মী পেলেন ৬ সপ্তাহের আগাম জামিন

প্রথম নিউজ, ঢাকা: পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় করা পৃথক মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৪৩৮ জন স্থানীয় নেতা-কর্মী ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। আগাম জামিন চেয়ে তাঁদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার হাইকোর্টের পৃথক দুটি দ্বৈত বেঞ্চ এ জামিন দেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন আবেদনের শুনানি হয়। আইনজীবীদের তথ্যমতে, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা, পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে ঢাকা, নারায়ণগঞ্জ, জামালপুর, মেহেরপুর, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, বরিশাল ও নেত্রকোনা জেলায় দায়ের করা পৃথক মামলায় আগাম জামিনের জন্য নেতা-কর্মীরা আজ আদালতে হাজির হন।

আদালতে নেতা-কর্মীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কায়সার কামাল, মো. রুহুল কুদ্দুস, মোহাম্মদ কামাল হোসেন, গাজী তৌহিদুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও সগীর হেসেন। তাঁদের সহায়তা করেন আইনজীবী এ এইচ এম সানজীদ সিদ্দিকী, সালমা সুলতানা, কে আর খান পাঠান, মাকসুদ উল্লাহসহ প্রমুখ। পরে আইনজীবী কায়সার কামাল  বলেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা, পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মতো অভিযোগে দেশের ১২টি জেলায় করা পৃথক ২৯টি মামলায় স্থানীয় নেতা-কর্মীদের আগাম জামিন চেয়ে পৃথক আবেদন করা হয়।

বানোয়াট অভিযোগে করা এসব মামলার উদ্দেশ্য হচ্ছে, স্থানীয় নেতা-কর্মীদের হয়রানি করা। মামলার অভিযোগের আইনগত ভিত্তি নেই। পৃথক ২৭টি আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ৪৩৮ জন নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এরপর সংশ্লিষ্ট জেলার দায়রা আদালতে তাঁদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom