করোনার বিরুদ্ধে সচেতনতার বিজ্ঞাপনচিত্র তৈরী করলেন আফজাল
সেভ দ্য চিলড্রেনের ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে
প্রথম নিউজ, ঢাকা: দেশের জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। পরিচালক হিসেবেও তার খ্যাতি রয়েছে। বিশেষ করে বিজ্ঞাপন নির্মাণে তিনি বরাবরই মুন্সিয়ানা দেখান। তারই ধারবাহিকতায় দীর্ঘদিন পর নতুন একটি বিজ্ঞাপন নির্মাণ করলেন আফজাল হোসেন। সেভ দ্য চিলড্রেনের ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘স্কুলের ঘণ্টা বাজেরে’ শিরোনামে এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। বিজ্ঞাপনে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল জলের গানের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের একঝাঁক শিক্ষার্থী অভিনয় করেছে। জানা যায়, অনেকদিন বন্ধ থাকার পর স্কুলগুলো খুলেছে আবার। কিন্তু করোনা তো পুরোপুরি নির্মূল হয়নি।
তাই স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীরা যেন করোনায় আক্রান্ত না হয় সেজন্য সচেতনাতা বাড়ানোর জন্য বিজ্ঞাপনটি নির্মাণ করেছে। বিজ্ঞাপনটিতে করোনার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর বিভিন্ন বার্তা গানের তালে তালে পরিবেশন করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: