'করদাতাদের কোনও ক্ষতি হবে না', ব্যাংক বিপর্যয়ের পর বার্তা বাইডেনের
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ঘোষণা করেছে যে, SVB-এর আমানতকারীদের সোমবার থেকে তাদের অর্থের ওপর অ্যাক্সেস থাকবে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : সিলিকন ভ্যালি ব্যাংক (SVB) দেউলিয়া ঘোষণা করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকরা রবিবার রাতে আমানতকারীদের সুরক্ষার জন্য একটি পরিকল্পনার কথা জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন, করদাতাদের কোনও ক্ষতি হবে না। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ঘোষণা করেছে যে, SVB-এর আমানতকারীদের সোমবার থেকে তাদের অর্থের ওপর অ্যাক্সেস থাকবে। ট্রেজারি, ফেডারেল রিজার্ভ এবং এফডিআইসির একটি যৌথ বিবৃতে বলা হয়েছে, আমানতকারীরা তাদের সমস্ত অর্থের অ্যাক্সেস পাবেন সোমবার অর্থাৎ ১৩ই মার্চ থেকে। সিলিকন ভ্যালি ব্যাংকের (SVB) সাথে সম্পর্কিত কোনও ক্ষতি করদাতাদের বহন করতে হবে না।
নিউইয়র্কের সিগনেচার ব্যাংকেরও অনুরূপ অবস্থা। স্টেট চার্টারিং কর্তৃপক্ষ দ্বারা এই ব্যাংকেও তালা ঝোলানো হয় । তারাও জানিয়েছে, এই প্রতিষ্ঠানের সকল আমানতকারীর স্বার্থ সম্পূর্ণ রক্ষা করা হবে। তবে সিগনেচার ব্যাংকের শেয়ারহোল্ডার এবং নির্দিষ্ট কিছু অনিরাপদ ঋণ ধারকরা ক্ষতির মুখে পড়তে পারেন। ফেডারেল রিজার্ভ বোর্ড যোগ্য ডিপোজিটরি প্রতিষ্ঠানগুলিতে অতিরিক্ত অর্থায়ন করবে বলে জানিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ফেডারেল রিজার্ভ বোর্ডের পদক্ষেপ নিশ্চিত করে যে, মার্কিন ব্যাংকিং ব্যবস্থা আমানত রক্ষায় এবং পরিবার ও ব্যবসাক্ষেত্রে ক্রেডিট অ্যাক্সেস প্রদানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে সিলিকন ভ্যালি দেউলিয়া হয়ে যাওয়ার ফলে আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ নাগরিকদের আস্থা টলে গিয়েছে। তা পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছেন বাইডেন। তার বিবৃতি অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা একটি দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে।
বড় আর্থিক সংকটের পর সংস্কারের মাধ্যমে ব্যাংকিং শিল্পের জন্য আরও ভালো সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই ব্যাংকিং ব্যবস্থার বিপর্যয়ের জন্য দায়ী, তাদের জবাবদিহি করতে হবে।
প্রেসিডেন্ট বাইডেন টুইট করে লিখেছেন, ‘আমার নির্দেশে @SecYellen এবং আমার ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ডিরেক্টর সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের সমস্যাগুলি সমাধানের জন্য ব্যাংকিং নিয়ন্ত্রকদের সাথে কাজ করেছেন। আমি খুশি যে, তারা এমন একটি সমাধানে পৌঁছেছেন যার মাধ্যমে শ্রমিক, ছোট ব্যবসায়ী, করদাতা এবং আমাদের আর্থিক ব্যবস্থাকে রক্ষা করা সম্ভব হবে।’
তিনি যোগ করেছেন, আমেরিকান জনগণ এবং আমেরিকান ব্যবসায়ীরা আস্থা রাখতে পারে যে, তাদের প্রয়োজনের সময় তাদের ব্যাংকে আমানত সুরক্ষিত থাকবে । ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন শুক্রবার সিলিকন ভ্যালি ব্যাংকের সম্পদ বাজেয়াপ্ত করার পর প্রেসিডেন্টের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। কারণ ২০০৮ সালের ওয়াশিংটন মিউচুয়ালের আর্থিক সংকটের পর এটি সবচেয়ে বড় ব্যাংক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। FDIC সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ করার নির্দেশ দেয় এবং অবিলম্বে ব্যাংকের সমস্ত আমানত নিজেদের অধিকারে নেয়। FDIC এক বিবৃতিতে বলেছে, ব্যর্থতার সময় ব্যাংকটির সম্পদ ছিল ২০৯ বিলিয়ন ডলার এবং আমানত ছিল ১৭৫.৪ বিলিয়ন। এই মুহূর্তে ২ লক্ষ ৫০ হাজার ডলারের বীমা সীমার উপরে কত আমানত ছিল তা স্পষ্ট নয়।
সূত্র : cnbctv18.com
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: