প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু মঙ্গলবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের একই বিভাগের মধ্যে আন্তঃজেলা বদলি শুরু হচ্ছে মঙ্গলবার (১৪ই মার্চ)। যা চলবে আগামী ২২শে মার্চ পর্যন্ত। শিক্ষকরা ১৪ থেকে ১৫ই মার্চ অনলাইনে আবেদন করবেন।

প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু মঙ্গলবার
প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু মঙ্গলবার

প্রথম নিউজ, অনলাইন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের একই বিভাগের মধ্যে আন্তঃজেলা বদলি শুরু হচ্ছে মঙ্গলবার (১৪ই মার্চ)। যা চলবে আগামী ২২শে মার্চ পর্যন্ত। শিক্ষকরা ১৪ থেকে ১৫ই মার্চ অনলাইনে আবেদন করবেন। ১৬ থেকে ১৮ই মার্চ পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে একথা বলা হয়েছে। আদেশে জানানো হয়, ১৯ থেকে ২০শে মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ২১ থেকে ২২শে মার্চ বিভাগীয় উপ-পরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

অনলাইনে নির্ধারিত সার্ভারে  ttms.dpe.gov.bd/login লগইন করে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করতে পারবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০১২ সালের ২২শে ডিসেম্বর জারিকৃত সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে পাঠাবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক পাঠানোর পর তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই উল্লেখ করে আদেশে বলা হয়, একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনোরকম হস্তক্ষেপের সুযোগ নেই। শিক্ষকদের বদলির আবেদনের বিষয়ে চারটি শর্ত দিয়েছে অধিদপ্তর শর্ত হিসেবে বলা হয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: