ক্যারিবীয় তারকাকে নিয়ে গাভাস্কারের মন্তব্যে সমালোচনার ঝড়

শুক্রবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতে গিয়েছে রাজস্থান

ক্যারিবীয় তারকাকে নিয়ে গাভাস্কারের মন্তব্যে সমালোচনার ঝড়
ক্যারিবীয় তারকাকে নিয়ে গাভাস্কারের মন্তব্যে সমালোচনার ঝড় -প্রথম নিউজ



শুক্রবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতে গিয়েছে রাজস্থান। 


তবে জয়-পরাজয়কে পেছনে ফেলে আলোচনায় সে ম্যাচের ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।

রাজস্থানের ক্যারিবীয় তারকা শিমরন হেটমায়ারকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন গাভাস্কার।  আর তাতে চটেছেন ভারতীয়রা। সমালোচনার ঝড়ে পড়েছেন গাভাস্কার।

তার সেই মন্তব্যকে কুরুচিপূর্ণ বলে মনে হয়েছে অনেক ক্রিকেটপ্রেমীদের কাছে। 

অনেকে মতে, ভারতের সাবেক অধিনায়ক হয়ে ক্যারিবীয় ব্যাটারকে নিয়ে এমন মন্তব্য শোভা পায় না।

হেটমায়ার সদ্য বাবা হয়েছেন। সেজন্য দিনকয়েক ছুটি নিয়েছিলেন। তারপর আবার আইপিএলে রাজস্থান রয়্যালসের শিবিরে যোগ দেন। 

শুক্রবার হেটমায়ার যখন ক্রিজে নামেন, তখন বেশ চাপে ছিল তার দল রাজস্থান।  হেটমায়ার সেই চাপ সামলাতে ব্যর্থ হন। সাত বলে ছয় রান করেই সাজঘরে ফেরেন। 

ওই সময় হেটমায়ারের স্ত্রীকে জড়িয়ে গাভাস্কার মন্তব্য করেন, 'ওর বউ (বাচ্চা) ডেলিভার করেছে। শিমরন হেটমায়ার কি এবার রাজস্থান রয়্যালসের হয়ে ডেলিভার করতে পারবে?'

গাভাস্কারের এই রসিকতাপূর্ণ মন্তব্য পছন্দ হয়নি ভারতীয় নেটিজেনদের একাংশের।

নেটিজেনরা গাভাস্কারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাকে অবিলম্বে আইপিএলের ধারাভাষ্য বক্স থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন কেউ কেউ।

একজন টুইট করেছেন, বিশ্বের সেরা লিগে এরকম শব্দ ব্যবহার করছেন ধারাভাষ্যকার? জঘন্য। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom