কবীর সুমনের সঙ্গে গান গেয়ে আসিফ বললেল, ‘আলহামদুলিল্লাহ’

 কবীর সুমনের সঙ্গে গান গেয়ে আসিফ বললেল, ‘আলহামদুলিল্লাহ’
 কবীর সুমনের সঙ্গে গান গেয়ে আসিফ বললেল, ‘আলহামদুলিল্লাহ’-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ওপার বাংলার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমনের সঙ্গে দারুণ সখ্য বাংলাদেশের গায়ক আসিফ আকবরের। আসিফ কবীর সুমনকে বেশ শ্রদ্ধা করেন। কবীর সুমনও আসিফকে স্নেহ করেন। আসিফের জন্য কয়েকটি গানেরও সুর করেছেন কবীর সুমন।

এবার প্রথমবারের মতো একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন দুই বাংলার শ্রোতাপ্রিয় দুই গায়ক। গানটির কথা ও সুর করেছেন কবীর সুমন। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

সম্প্রতি তিনটি অনুষ্ঠানে গান করতে বাংলাদেশে আসেন কবীর সুমন। তারই এক ফাঁকে বাংলা ঢোল স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ে অংশ নেন। সঙ্গে ছিলেন আসিফও। ই-মিউজিকের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

সোমবার (২৪ অক্টোবর) গানটির রেকর্ডিংয়ের ছবি ফেসবুকে প্রকাশ করেন আসিফ। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কোন উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্রসংগীত জীবনে উনার সান্নিধ্য পেয়েছি।’

নতুন গানটির খবর জানিয়ে তিনি লেখেন, ‘আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ - কবীর সুমন চেয়েছেন আমি যেন তার সাথে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।’

সবশেষ এই গায়কের ভাষ্য, ‘জীবনে হয়তো কোনদিন কিছু ভালো কাজ করেছিলাম। হয়তো ময়মুরুব্বি বন্ধুস্বজনদের দোয়া ছিল, মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন- শোকর আলহামদুলিল্লাহ।’

পোস্টের সঙ্গে গানটির চারটি লাইনও প্রকাশ করেন আসিফ-‘আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর, চলতে চলতে রাত ফুরোয়, রাত পেরোলেই আসবে ভোর…’।

জানা গেছে, শিগগিরই ইউটিউবে আর্ব এন্টারটেইনমেন্ট চ্যানেলে গানচিত্রটি প্রকাশ করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom