কাবার আদলে স্বর্ণের বার বাজারে আনল ব্রিটিশ সরকার
রমজানে মুসলমান ক্রেতাদের লক্ষ্য রেখে পবিত্র কাবার আদলে স্বর্ণের বার বাজারে এনেছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল মিন্ট’।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রমজানে মুসলমান ক্রেতাদের লক্ষ্য রেখে পবিত্র কাবার আদলে স্বর্ণের বার বাজারে এনেছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল মিন্ট’।বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম কাউন্সিল অব ওয়েলসের সঙ্গে পরামর্শ করে এ স্বর্ণের বার বাজারে আনা হয়েছে। এর নকশা করেছে ‘এমা নোবল’।
২০ গ্রাম ওজনের স্বর্ণের বার এক হাজার ১৫৬ পাউন্ড অর্থাৎ এক হাজার ৩৯৩ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। স্বর্ণের বারটি বাজারে ছাড়া উপলক্ষ্যে লন্ডন ম্যানচেস্টার ও গ্লাসগো শহরে তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে প্রাপ্ত অর্থ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প কবলিতদের সহায়তায় দেওয়া হয়।
মুসলিম কাউন্সিল অব ওয়েলসের আবদুল আজিম আহমেদ বলেন, কাবাকে চিত্রিত করে এই বিশেষ স্বর্ণের বারটি চালু করার জন্য রয়্যাল মিন্টের সঙ্গে কাজ করা ছিল খুবই চমৎকার।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: