‘ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া’

নিউজউইকের সঙ্গে একটি সাক্ষাৎকারে ইয়াভলিনস্কি বলেন, আমি মনে করি পুতিনের পারমাণবিক হুমকি একটি বাস্তব হুমকি।

‘ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া’
‘ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া’

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রাশিয়ার বিরোধীদলীয় রাজনীতিবিদ গ্রিগরি ইয়াভলিনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হুমকি ‘বাস্তব’। নিউজউইকের সঙ্গে একটি সাক্ষাৎকারে ইয়াভলিনস্কি বলেন, আমি মনে করি পুতিনের পারমাণবিক হুমকি একটি বাস্তব হুমকি।

পুতিন সরকারের দীর্ঘদিনের সমালোচক আরও বলেছেন, রাশিয়া যদি ক্রিমিয়া পুনর্দখল করার চেষ্টা করে, তবে ইউক্রেনের বিরুদ্ধে তার পারমাণবিক ক্ষমতা ব্যবহার করতে পারে। উদারপন্থি ইয়াবলোকো দলের প্রতিষ্ঠাতা ইয়াভলিনস্কি রাশিয়ার লভিভে জন্মগ্রহণ করেছেন। তিনি তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে অবস্থান নেন।

তিনি আরও বলেন, এ ধরনের অস্ত্র ব্যবহার খুবই গুরুতর বিষয়। এটি শুধু কথার কথা নয়, এটি একটি বাস্তব বিষয়; যা বর্তমান পরিস্থিতিতে আপনাকে বিবেচনায় নিতে হবে।  তিনি বলেন, পুতিন বেশ কয়েকবার দাবি করেছেন পশ্চিমাদের সঙ্গে যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারে প্রস্তুত রাশিয়া।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: